বানারীপাড়া প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইউএনও’র বিদায় সংবর্ধনা

আপডেট: November 20, 2022 |
print news

শফিক শাহিন, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুসার সাহা’র পদোন্নতি জনিত বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

২০ নভেম্বর বিকাল ৫ টায় বানারীপাড়া উপজেলা শিক্ষক সমিতির মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একে এম মোঃ বাবুল হোসেনের সভাপতিত্বে এসময় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী অফিসার রিপন কুমার সাহা।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন সরদারের প্রাণবন্ত সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্ত মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলার সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পার্থ দেউড়ি সারথী,বানারীপাড়া থানার উপ পুলিশ কর্মকর্তা(তদন্ত) মোঃ মোমিন হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বানারীপাড়া উপজেলার শাখার আহ্বায়ক মোঃ হাসানাত হোসেন,যুগ্ম আহ্বায়ক এইচ এম মেহেদি হাসান,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষগণ সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর