কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১ ডিসেম্বর

আপডেট: November 21, 2022 |
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতি -২০২৩ কার্যনিবার্হী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী এবং সাধারণ সম্পাদক ড. মোঃ মোকাদ্দেস-উল ইসলাম স্বক্ষারিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, চলতি বছরের ডিসেম্বর মাসের ১ তারিখ শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের অধ্যাপক ড. জি.এম. মনিরুজ্জামান। এছাড়া তার সহযোগী হিসেবে থাকবেন রাসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ওয়ালী উল্লাহ, আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু বকর ছিদ্দিক।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান বলেন, অতীতের মত সামনের নির্বাচনও যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই চেষ্টা থাকবে। আমরা নির্বাচন কমিশনে যারা আছি তারা আজ মিটিং করে সুষ্ঠু একটি নির্বাচন কিভাবে করা যায় সেভাবে কাজ করবো।

Share Now

এই বিভাগের আরও খবর