জবির প্রতিটি বিভাগে কমিটি দেবে ছাত্রলীগ

আপডেট: November 23, 2022 |
print news

মো: আরিফ হোসাইন, জবি প্রতিনিধি: ছাত্রলীগের ‘সুপার ইউনিট খ্যাত’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে কমিটি দিতে যাচ্ছে ছাত্রলীগ।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মো. ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন।

শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী জানান, সংগঠনকে এগিয়ে নিতে প্রতিটি বিভাগে কমিটি দিব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল না থাকায় আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় প্রত্যেক বিভাগে কমিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই সিভি আহ্বান করা হবে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন জানান, দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি না হওয়ায় কর্মীদের মাঝে হতাশা চলে আসছে। কর্মীদের সক্রিয়তা বাড়াতে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে আরও বেগবান করতে প্রতিটি বিভাগে কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, চলতি বছর ১ জানুয়ারি ইব্রাহীম ফরাজীকে সভাপতি ও এস এম আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Share Now

এই বিভাগের আরও খবর