বানারীপাড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ বাবুল আকন আটক

আপডেট: December 2, 2022 |
print news

শফিক শাহিন,বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মোঃ আফজাল আকনের ছেলে মাদক ব্যবসায়ী মোহাম্মদ বাবুল আকন(৩০)কে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ ১ কেজি গাঁজা সহ আটক করে।
আসামী বাবুলকে বৃহস্পতিবার(১ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরকুল গ্রাম থেকে বরিশাল ডিবি’র একটি চৌকস টিমের এস আই কাজী ওবায়েদুল এর নেতৃত্বে এ এস আই রাজীব পাল সহ সঙ্গীয় ফোর্স মসিউর রহমান ও পারভেজ অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হয়।

ডিবি সূত্রে জানা যায় আসামী বাবুল ধরাছোঁয়ার বাহিরে থেকে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলো এই প্রথম সে ডিবি’র হাতে আটক হয়। এস আই কাজী ওবায়েদুল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বানারীপাড়া থানায় সোপর্দ করে।

আগামীকাল সকালে বরিশাল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।এদিকে বাবুলকে আটকের পর জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে  বানারীপাড়া একের পর এক মাদক ব্যবসায়ী র‍্যাব ও ডিবি’র জালে আটক হচ্ছে বড় বড় চালান, আর স্থানীয় থানার পুলিশ কেন এসব চালান সহ আসামী আটক করতে পারে নাহ।

Share Now

এই বিভাগের আরও খবর