জবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন

মো: আরিফ হোসাইন, জবি প্রতিনিধি: ‘বাঁধন’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় ‘নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি’ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় রক্তদান কর্মসূচির আয়োজন করে।
রবিবার (১১ই ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রক্টর ড.মোস্তফা কামাল। এই সময় বাঁধন (জবি ইউনিট), কোয়ান্টাম ফাউন্ডেশন এবং নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সময় প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন,’রক্ত দান জীবন বাঁচান। আসুন আমরা রক্তদান নিয়ে সচেতনতা বাড়িয়ে তুলি এবং প্রয়োজন আছে এমন ব্যাক্তিরা যাতে সময়মতো উৎকৃষ্ট রক্তদান তা সুনিশ্চিত করি।
নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির উদ্যোগে, কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাদেশ এবং বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সহোযোগিতায় ‘রক্তদিন জীবন বাঁচান’ কর্মসূচির আয়োজন করা হয়। নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তাদের সামনের পথচলা আরো মসৃণ হোক এই প্রত্যাশা করি।’
`রক্তদিন জীবন বাঁচান’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা এন আই আহমেদ সৈকত বলেন,নটর ডেম কলেজ এর শিক্ষার্থীরা সবসময় মানবিক কাজ করে থাকে।আজকের আয়োজন তারই অংশ।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীরা সামাজিক দ্বায়িত্বের যায়গা থেকে আরও কাজ করবে।আমি সবসময় এমন কাজে উৎসাহ যুগিয়ে থাকি।আমার সহযোগিতা এবং শুভাশিস থাকবে। আশাকরি সংগঠনের নেতৃবৃন্দ তাদের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকবে।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ক জবি ‘বাঁধনের ইউনিটের সভাপতি রাফসান শরীফ বলেন ” বিজয়ের মাসে নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভর্সিটির উদ্যোগে এই ধরনের মহৎ প্রোগ্রাম করতে পেড়ে নিজেদের গর্বিত মনে করছি। ভবিষ্যতে আমাদের সোসাইটি যেনো এই ধরনের আরো প্রোগ্রাম করতে পাড়ে সকলের কাছে সহযোগিতা কামনা করছি।”