হিজলায় সন্ত্রাসী হামলায় আহত কৃষক

আপডেট: December 11, 2022 |
print news

হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের রান্দের বাজারে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন মোশারফ শিকদার (৬০) নামের একজন নিরীহ কৃষক।

জানা গেছে, জমির দলিল জোড় করে নিতে ৩/৪ জনের সন্ত্রাসীদল পূর্বপরিকল্পিত ভাবে মোশারফ শিকদারকে বেদম মারধর করে। এতে তার কানে ও মাথায় যখম হয়। এলাকার লোকজন ছুটে এলে তার পালিয়ে যায়।

এ ব্যপারে মোশারফ শিকদার কাাঁদতে কাঁদতে বলেন, রোববার, ১১ ডিসেম্বর, সন্ধ্যা ৭টায় আমাকে আমার বাড়ির সামনে এসে জমির দলিল চায়, দিতে আপত্তি করলে বেদম মারধর করে, আমার ব্রেইনে ও কানে প্রচন্ড ইটের আঘাত করে, আমি কথা বলতে পারছি না, আমি সন্ত্রাসীদের বিচার চা্ই।,

সন্ত্রাসীদের চিনেন কিনা জানতে চাইলে বলেন, তিনজনকেই আমি চিনি, একজন জিয়াউল হক সরদার, আরেকজনের নাম আমান, অন্যজন জাহাঙ্গীর। এ ব্যপারে ইতোমধ্যে হিজলা থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মোশারফ শিকদার। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর