শহীদ বুদ্ধিজীবী দিবসে জবি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মো. আরিফ হোসাইন, জবি প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকী ও সাধারণ সম্পাদক আরমান হাসানের নেতৃত্বে প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুবর্ণ আসসাইফ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ, অর্থ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, কার্যনির্বাহী সদস্য অনুপম মল্লিক আদিত্য ও মো. মেহেদী হাসান।
এ সময় প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফারুকী বলেন, ‘১৯৭১ সালের আজকের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানরা মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার হয়।
আজ আমরা শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে।’
তিনি আরো বলেন, ‘তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে।
এটি ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে থেকে যাবে। আমরা মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ১৪ই ডিসেম্বর নির্মমভাবে হত্যার শিকার হওয়া সকল বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করি।’
এর আগে এদিন সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনর্মিত, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়।
এরপর সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য (ভারপ্রাপ্ত), ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল, ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন।