ইবিতে ফজিলাতুন্নেছা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নওরিন-আঁখি

আপডেট: December 21, 2022 |
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ডিবেটিং সোসাইটি’র ২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটির গঠিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ‘আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ’ বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নওরিন নুসরাত এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরোশি আঁখি।

বুধবার (২১ ডিসেম্বর) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-এর প্রভোস্ট অধ্যাপক অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শারমিন ইসলাম রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা শম্পা, অর্থ সম্পাদক সানজিদা লাবণ্য, সহ অর্থ সম্পাদক ইলমা খাতুন, প্রচার সম্পাদক সিফাত জাহান আইভি, সহপ্রচার সম্পাদক শাওয়ানা শামীম নিশো, দপ্তর সম্পাদক আনিকা তাহসিন, সহ-দপ্তর সম্পাদক ইশরাত শারমিন রিভা, ব্যবস্থাপনা সম্পাদক সাদিয়া ইসলাম, সহ-ব্যবস্থাপনা সম্পাদক রাবেয়া, বিতর্ক গবেষণা সম্পাদক মারজান সাইদা এবং সহ-বিতর্ক গবেষণা সম্পাদক সানজিদা।

Share Now

এই বিভাগের আরও খবর