তুরস্কে যাচ্ছেন ইবির চার শিক্ষক

আপডেট: December 30, 2022 |
print news

ইবি প্রতিনিধি: এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামসহ তিন শিক্ষক। সেখানে তারা এরাসমাস প্রকল্পের আওতায় টিচার্স ট্রেনিং অ্যান্ড মবিলিটি প্রোগ্রামে অংশ নেবেন। আগামী ১৩ থেকে ১৭ মার্চে হবে এ প্রোগ্রাম।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফরেন অ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্যসহ প্রোগ্রামে অংশ নেওয়া তিন শিক্ষক হলেন- আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মিনহাজুল হক।

জানা যায়, এরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাটেকিন বিশ্ববিদ্যালয়ে এবারের সফরে দুটি সেশন থাকবে। একটি টিচিং অন্যটি ওয়ার্কশপ প্রোগ্রাম।

টিচিংয়ে থাকবেন অধ্যাপক ড. মামুনুর রহমান ও অধ্যাপক ড. মিনহাজুল হক। ট্রেনিং প্রোগ্রামে থাকবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও অধ্যাপক ড. সেলিম তোহা।

Share Now

এই বিভাগের আরও খবর