পাইকগাছায় পাউবো’র জমিতে দোকান ভাড়া দিচ্ছে মিশন কর্তৃপক্ষ!

আপডেট: January 16, 2023 |
IMG20230113174057 11zon
print news

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: খুলনার পাইকগাছা পৌরসভার বাতিখালি মৌজাস্হ পাইকগাছা ক্যাথলিক চার্জ কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার সম্পত্তি অবৈধভাবে দখল করে তা ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা।

এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তথ্যানুসন্ধানে গেলে দেখা যায়, পাইকগাছা ক্যাথলিক মিশন কর্তৃপক্ষ তাদের নিজ জমির সাথে পানি উন্নয়ন বোর্ডের কিছু পরিত্যাক্ত জমি অবৈধভাবে দখল করে ২২টি পাকা দোকান সম্বলিত একটি মার্কেট নির্মান করেছে।

যাতে প্রতিটি দোকান বাবদ অগ্রিম মোটা অংকের টাকা সহ প্রতি মাসে মোটা টাকা ভাড়া দিয়ে পাইকগাছা ক্যাথলিক চার্জ সভাপতি আনন্দ মন্ডল,ফাদার ফিলিপ সহ কয়েক জন ঐ টাকা আত্নসাৎ করছেন মর্মে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গত ৫ নভেম্বর তারিখে ৬১৫নং স্মারকে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মোঃ রোমিত হোসেন মনি ক্যাথলিক চার্জ পাইকগাছার সভাপতি আনন্দ মন্ডল কে একটি নোটিশ দিয়ে অবৈধভাবে নির্মানাধীন পাকা ঘর/স্হাপনা নির্মান কাজ বন্ধ করে নির্মিত পাক ঘর নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে অপসারন করতে বলেন।

যা প্রাপ্তির পর সুনির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হলেও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে কোন কার্যকরি ব্যবস্হা গ্রহন না করায় এলাকাবাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ক্যাথলিক সভাপতি আনন্দ মন্ডল জানান, উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি ক্রমে ফাদার ফিলিপ এগুলি করেছেন এবং যার কাগজপত্র তার কাছে আছে।

অন্যদিকে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মোঃ রোমিত হোসেন মনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আমরা ক্যাথলিক মিশন কর্তৃপক্ষ কে নোটিশ দিয়েছি তবে মিশন কর্তৃপক্ষ অবৈধ স্হাপনা অপসারন না করে রাষ্ট্রীয় আইনের দন্ডনীয় অপরাধ করেছেন। বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষ কে জানিয়েছি, যেকোন সময় অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে।

Share Now

এই বিভাগের আরও খবর