কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ সার বাণিজ্যের অভিযোগ

আপডেট: January 16, 2023 |
IMG 20230116 173551 9 0
print news

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর ও মান্দার সীমান্ত সংলগ্ন চৌবাড়িয়া বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স শাহীনুল টেড্রার্সের বিরুদ্ধে অতিরিক্ত দামে কালোবাজারে সার বিক্রির অভিযোগ উঠেছে।

এছাড়াও অতিরিক্ত দামে সার কিনলেও সারের সঙ্গে কীটনাশক কিনতে বাধ্য করা হচ্ছে, কিটনাশক না নিলে সার দেয়া হচ্ছে না। এসব ঘটনায় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, কৃষি বিভাগের একশ্রেণীর কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে তারা দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছেন। বিসিআইসি ডিলার ব্যতিত ট্রাকে করে ইউরিয়া সার নিয়ে আনার কোনো সুযোগ নাই।কিন্ত্ত তারা প্রতিনিয়ত ট্রাকে করে ইউরিয়া সার নিয়ে এনে খোলাবাজারে বিক্রি করছেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, সংশ্লিষ্ট বিভাগের অনুমোদিত সার ব্যবসায়ী ব্যতিত খোলাবাজারে সার বিক্রির কোনো সুযোগ নাই। কিন্ত্ত এই কীটনাশক ব্যবসায়ী ক্রয় রশিদ ব্যতিত চোরাপথে বিভিন্ন এলাকা থেকে ট্রাকের ট্রাক সার এনে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করছে। এতে বিপাকে পড়েছে অনুমোদিত বৈধ সার ব্যবসায়ীরা।

তারা বলছে, অনুমোদন ব্যতিত যদি সার বিক্রি করা যায়, তাহলে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে তাদের অনুমোদন নেয়ার কি প্রয়োজন ছিল।এদিকে গত ১৬ জানুয়ারী সোমবার৷সন্ধ্যায় সরেজমিন দেখা গেছে, এক ট্রাক ইউরিয়া সার দোকানে নামানো হচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে মেসার্স শাহীনুর টেড্রার্সের স্বত্ত্বাধিকারী মাইনুল ইসলাম বলেন, সার ছাড়া কীটনাশক ব্যবসা করা যায় না, এজন্য বিভিন্ন এলাকা থেকে সার কিনে আনা হয়। তবে বেশী দামে সার বিক্রির অভিযোগ অস্বীকার করেন।

এবিষয়ে জানতে চাইলে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অনুমোদিত ডিলার ব্যতিত সার বিক্রির সুযোগ নাই।তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর