গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

আপডেট: January 19, 2023 |
inbound6316105496539745544
print news

গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় বদনীভাঙ্গা এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি এলাকার বাসিন্দা বাবুল মিয়া (৩০), তার মেয়ে নুসরাত (৬) ও শাশুড়ি বাছিরন নেতা (৫৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বাবুল মিয়া মোটরসাইকেলযোগে শাশুড়ি ও মেয়েকে নিয়ে পাশের বেতঝুড়ির এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। সংযোগ সড়ক থেকে বদনীভাঙ্গা এলাকার প্রধান সড়কে ওঠার সময় শৈলাট গাজীপুরগামী লাকড়ি বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল সড়কে পড়ে যায়। এসময় শাশুড়ি বাছিরন ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু নুসরাত মারা যায়। পরে প্রাথমিক চিকিৎসার পর বাবা বাবুল মিয়াকে ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক আটক করে নিহতদের লাশ উদ্ধার করে। ট্রাক চালক পালিয়ে গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর