আর্জেন্টিনার সোল দে মায়োতে খেলার প্রস্তাব পেলেন দুই বাংলাদেশি

আপডেট: January 21, 2023 |
boishakhinews 67
print news

গত কয়েক দিন ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় আর্জেন্টিনার নাম। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আগামী জুনে বাংলাদেশে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ নিয়ে হয়েছে তুমুল আলোচনা। এর মধ্যেই আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ডিফেন্ডার তপু বর্মণ ও মাহামুদুল হাসান কিরণ। এই খবর ফলাওভাবে প্রকাশিত হয়েছে আর্জেন্টিনার মিডিয়াতেও।

বসুন্ধরা কিংসে খেলা এই দুই ফুটবলারকে নিয়ে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস এবং পাগিনা ১২ সংবাদ প্রকাশ করেছে। সেখানে এই দুই ফুটবলারের বক্তব্য তুলে ধরা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর