ইবির নতুন প্রক্টর ড. শাহাদৎ আজাদ

আপডেট: February 1, 2023 |
inbound8002159685134307875
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের প্রক্টর পদে দায়িত্বের মেয়াদ ২২ ডিসেম্বর ২০২২ তারিখ শেষ হওয়ায় ২৩ ডিসেম্বর ২০২২ তারিখ হতে ২৮ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত ২য় মেয়াদে অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে প্রক্টর হিসেবে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম পুনঃনিয়োগদান করেন।

এখন তার স্থলে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ কে ২৯ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য উপাচার্য প্রক্টর হিসেবে নিয়োগদান করেছেন। এ পদে দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন।

দায়িত্ব গ্রহণকালে নতুন প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ভিসি স্যার আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সেটা সুষ্ঠুভাবে এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব।

Share Now

এই বিভাগের আরও খবর