সিলেটে বর্ণামালার মিছিলে ভাষার মাস বরণ

আপডেট: February 1, 2023 |
inbound7112362074036282884
print news

শিব্বির আহমদ ওসমানী, সিলেট প্রতিনিধি: শুরু হয়েছে রক্তে রাঙ্গানো মহান ভাষা আন্দোলনের মাস। সিলেটে বর্ণমালার মিছিলে বরণ করা হয়েছে সালাম, রফিক, জব্বার বরকত সহ নাম না জানা শহীদদের স্মৃতি বিজড়িত ভাষার মাসকে। বর্ণমালার মিছিলে অ আ ক খ তথা বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বহন করেন অংশগ্রহণকারীরা।

বুধবার সকালে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণমালার মিছিল বপর করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বর্ণমালার মিছিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা প্রশাসক মজিবুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর