ফরিদপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট: February 12, 2023 |
inbound4587225957797215327
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের কোতোয়ালি থানাধীন পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া সড়কের একটি বসত বাড়ির খাটের নিচ থেকে ঝুমা আক্তার (৩৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায় আজ রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের মিয়াপাড়া সড়কে স্থানীয়রা ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে দুর্গন্ধ পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়।

পরে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে ঘরের তালা খুললে খাটের নিচে অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং নিহতের মা ও এক বোনকে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহত ঝুমা ওই এলাকার মৃত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল আহাদ তালুকদারের মেয়ে।

প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে মরদেহটি ৮-১০ দিন আগে হত্যা করে রাখা হয়েছে এবং মরদেহটির মুখমণ্ডল আগুন বা এসিড জাতীয় কোন দ্রব্য দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

মৃত্যুর আসল কারণ এখনো জানা যায়নি। নিহতের মা ও এক বোনকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানা পুলিশ আটক করে নিয়ে যায়।

পুলিশ বলছে আশা করছি দ্রুতই এ রহস্যের উদঘাটন করা যাবে। এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান থানা পুলিশ।

Share Now

এই বিভাগের আরও খবর