পাঠান সিনেমার টিকিট বিক্রি ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে

আপডেট: February 12, 2023 |
boishakhinews 16
print news

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা মুক্তির ১৮ দিন পরও দর্শকদের উন্মাদনা একবিন্দু কমেনি। শুক্রবারের (১১ ফেব্রুয়ারি) তুলনায় শনিবার সিনেমাটির আয় বেড়েছে। এদিন মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটির টিকিট বিক্রির হার প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মুক্তির তৃতীয় শনিবারে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ১১ কোটি রুপি, যা অনবদ্য। বেশিরভাগ সিনেমা যেখানে মুক্তির দিন ডাবল ডিজিট আনতে ব্যর্থ হয়, সেখানে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছেন শাহরুখ-দীপিকা।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের বক্স অফিসে ‘পাঠান’ সিনেমা হিন্দি সংস্করণ আয় করেছে ৪৫৯.২৫ কোটি রুপি। অন্যদিকে তামিল ও তেলেগু ভার্সন মিলিয়ে সেই আয় দাঁড়িয়েছে ৪৭৬.৫ কোটি রুপি। অর্থাৎ ধীরে ধীরে ৫০০ কোটির দিকে এগিয়ে চলেছে ‘পাঠান’। রোববার (১২ ফেব্রুয়ারি) ছুটির দিনে ১০ কোটি রুপি আয় করবে বলে বিশ্বাস বক্স অফিস বিশেষজ্ঞদের। সুতরাং ভারতের বক্স অফিসে ৫০০ কোটির ম্যাজিক ফিগার থেকে খুব বেশি দূরে নেই শাহরুখ-দীপিকার এই সিনেমা। শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২৩ কোটি রুপি। সব মিলিয়ে গোটা বিশ্বে এখন পর্যন্ত ‘পাঠান’ সিনেমার আয় ৯২৪ কোটি রুপি।

Share Now

এই বিভাগের আরও খবর