রাজধানীর গুলশানের আগুন নিয়ন্ত্রণে, চলছে উদ্ধারকাজ


রাজধানীর গুলশানের একটি ভবনের ৭ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমানবাহিনীর ৪ ঘন্টার চেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের ২/এ নম্বরস্থ ১২ তলা ভবনের ৭ তলায় এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রনে ধাপে ধাপে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত এক শিশুসহ মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমীন। এরইমধ্যে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ভবনের ভেতরে প্রবেশ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে রাত ১১টার দিকে ঘটনাস্থলে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অন্যদিকে আগুনের ঘটনায় লাফিয়ে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার মাথায় আঘাত ও হাত পা-ভাঙ্গা ছিলো বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আগুনে আহত হয়েছেন নারীসহ ৩ জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থলে উপস্থিত ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম জানান, আগুনের তীব্রতা এখন কমে এসেছে। ফায়ারের রেসকিউ টিম ভেতের প্রবেশ করেছে। উদ্ধার অভিযান চলছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে বিমান বাহিনীর কর্মকর্তা, পুলিশ, ডিএনসিসি কাউন্সিলরসহ অনেকে উপস্থিত রয়েছেন। এখনো হতাহতের বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না। অভিযান শেষে বলা যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, রাত ১১টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমাদের উদ্ধারকারী টিম ভেতরে কাজ করছে। এখন পর্যন্ত একজন মারা গেছেন বলে খবর পেয়েছি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।