নাটোরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত

আপডেট: February 27, 2023 |
Boishakhinews24.net 235
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করতে গিয়ে ওয়ালিজ্জামান পান্না নামে এক চিকিৎসকের হাতে ৩ সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এঘটনা ঘটে। লাঞ্ছিত সাংবাদিকরা হলেন, বাংলাদেশ টুডে ও দৈনিক সোনার দেশ পত্রিকার লালপুর প্রতিনিধি সজিবুল হৃদয়, দৈনিক মানবকন্ঠের লালপুর প্রতিনিধি নাহিদ হোসেন, সাপ্তাহিক পদ্মা প্রবাহের ফটো সাংবাদিক বাবর আলী।

এবিষয়ে লাঞ্ছিত সাংবাদিকরা জানান, উপজেলার কসাইপাড়া গ্রামে সাইফুল ইসলাম ও দুলাল আলীর জমিজমা নিয়ে মারামারির ঘটনায় কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এমন খবর পেয়ে স্থানীয় সংবাদ কর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে গিয়ে দেখে হাসপাতালের জরুরি বিভাগে দুই পক্ষ পুনরায় মারামারিতে লিপ্ত হয়।

এসময় সংবাদকর্মীরা ভিডিও ধারণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে হাসপাতালের মেডিকেল অফিসার ওয়ালিজ্জামান পান্না সাংবাদিকদের দায়িত্ব পালনে বাঁধা দিয়ে ৩ দিকে রুমের মধ্যে ডেকে নিয়ে দরজা আটকিয়ে অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করায় সাংবাদিকদের পরিচয় পত্র ও মোবাইল ফোন কেড়ে নিয়ে দেখে নেওয়ার হুমকি নেন।

এসময় তিনি বলেন উর্ধ্বতন কতৃপক্ষের অনুমতি ছাড়া ভিডিও ধারণ করছেন । আপনাদের দেখে নেওয়া হবে। আপনাদেও বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে। এসময় সাংবাদিকরা ওই চিকিৎসকের নাম ও পরিচয় জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকার করেন এবং বলেন, আমি আপনাদেও নাম জানাতে বাধ্যনই। এ বিষয়ে লালপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম শাহাবুদ্দিনকে একাধিকবার মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

তবে হাসপাতালের মেডিকেল অফিসার ওয়ালিজ্জামান পান্না বলেন লাি ত করার অভিযোগ সঠিক নয়। নাটোর জেলা সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুন বলেন, এ বিষয়ে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া

Share Now

এই বিভাগের আরও খবর