আবারও বাড়ল গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম

আপডেট: March 1, 2023 |
Boishakhinews24.net 203
print news

অল্প সময়ের ব্যবধানে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আবারও বাড়ল। সরকারের নির্বাহী আদেশে ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। আদেশে বলা হয়েছে, নতুন দাম আগামীকাল বুধবার (১ মার্চ) থেকেই কার্যকর হবে।

১৪ বছরে ১২তম বারের মতো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল। সর্বশেষ গত ৩০ জানুয়ারি ৫ শতাংশ খুচরা এবং পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বিদ্যুতের দাম বাড়ায় সরকার। তারও মাত্র ১৮ দিন আগে গত ১২ জানুয়ারি খুচরা পর্যায়ে ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।

বিশ্লেষকদের আশঙ্কা, বর্ধিত বিদ্যুৎ বিলের পাশাপাশি উৎপাদন খরচ বৃদ্ধির কারণে বাজারে পণ্যমূল্যও বেড়ে যাবে। ফলে আবারও সাধারণ মানুষের নতুন করে খরচের বোঝা বাড়বে।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন ও বিক্রির মধ্যে ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়া হবে। বিতরণ কোম্পানিগুলোর হিসাব অনুযায়ী, নতুন করে ৫ শতাংশ দাম বাড়ানো হলেও তারা লোকসানে থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর