ববির মাদারীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মাসুদ – মুন্না

আপডেট: March 14, 2023 |
inbound8984124447457628566
print news

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ (ববি) মাদারীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে৷

সোমবার (১৩ মার্চ) রাতে সাবেক সভাপতি আসাদুজ্জামান এ্যানি ও সাধারণ সম্পাদক খালিদ হাসান রুমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদন দেওয়া হয় ৷

এতে সভাপতি হিসাবে মনোনিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মুহাম্মদ মাসুদ হাসান ও সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নাইমুল ইসলাম মুন্না ৷

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নাহিদ রাফিন, আব্দুর রহমান, জারিন তাসনীম, বশির ইসলাম, মারিয়াম মীম৷

নবর্নিবাচিত সভাপতি মুহাম্মদ মাসুদ হাসান বলেন,বিগত কমিটি আলহামদুলিল্লাহ সফলভাবে তাদের দায়িত্ব পালন করছে।

আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী একবছর আরো সুষ্ঠু সুন্দর ভাবে মাদারীপুর ছাত্রকল্যাণ সমিতিকে আরো এগিয়ে নিয়ে যাবো।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকে মাদারীপুর ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের নানাবিধ সংকট মোকাবেলায় সহযোগিতা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে৷

Share Now

এই বিভাগের আরও খবর