মার্কেটের ভেতরে আহত অবস্থায় একজন উদ্ধার

আপডেট: April 15, 2023 |
inbound4171936592174527445
print news

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগা মার্কেটের ভেতর থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (১৫ এপ্রিল) ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটসংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটের তিনতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।

ব্যবসায়ীরা জানান, মার্কেটটিতে ছেলেদের গেঞ্জি, ফুল ও হাফ প্যান্ট, ট্রাউজার, শার্ট ও মেয়েদের টপসসহ নানা ধরনের পোশাক বিক্রি করা হতো। ঈদ উপলক্ষে অতিরিক্ত মাল মজুত করেছিলেন তারা।

এদিকে আগুন লাগার পরই পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাসুদ আহমেদ জানিয়েছিলেন, শনিবার ভোরের দিকে নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের তিনতলায় আগুন লাগে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

এদিকে, আগুনের খবর শুনে নিউ ‍সুপার মার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে কান্নায় ভেঙে পড়েছেন তারা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।

Share Now

এই বিভাগের আরও খবর