স্বাবলম্বী করতে ৩১ জন বেকারের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: April 16, 2023 |
home
print news

মূলধনের অভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও ব্যবসা করতে না পারা ৩১ জন বেকার ও সম্ভাবনাময়ী নারী-পুরুষকে  ব্যবসায়ের জন্য মূলধন প্রদান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

আজ রবিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল তার মনিপুরীপাড়ার বাসভবনে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১২ আসনের মোট ৩১ জনের মাঝে অর্থ প্রদান করেন।

তারা হলেন, ক্ষুদ্র ব্যবসায়ী, পান, টং দোকান, শাড়ি কাপড়ের ব্যবসায়ী, রিক্সা-ভ্যান চালক ও বিভিন্ন ক্ষুদ্র মূলধনের ব্যবসায়ী। সুবিধাভোগীদের সর্বোচ্চ এক লক্ষ টাকা এবং সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় মন্ত্রী বলেন, ‘কর্মসংস্থানের প্রয়াস ‘ হল আমার ব্যক্তিগত একটি ক্ষুদ্র প্রচেষ্টা যার মাধ্যমে আজকে ৩১ জনকে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের ব্যবসার প্রয়োজন অনুযায়ী মূলধন প্রদান করলাম।

তিনি আরও বলেন, এই ৩১ জনকে সময়ে সময়ে তাদের ব্যবসার উত্তরণ পর্যালোচনা করা হবে। আমরা চাই প্রত্যেকে নিজ নিজ কর্মের মাধ্যমে স্বাবলম্বী হোক। এরপূর্বে আমি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকজনকে ব্যবসায়িক মূলধন প্রদান করে তাদেরকে সফল হতে দেখে অনুপ্রাণিত হই। আজকের গ্রহীতারা যেন স্বাবলম্বী ও সফল হতে পারে আমাদের সে চেষ্টা থাকবে। তাহলে কর্মসংস্থানের প্রয়াস কে আমরা আরো অনেক দূর এগিয়ে নিতে পারবো।

Share Now

এই বিভাগের আরও খবর