আক্কেলপুরে হুইপ স্বপনের গণসংযোগ!

আপডেট: May 8, 2023 |
print news

দেব্রত মণ্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে দিনমজুর রিক্সা-ভ্যান চালক, চায়ের দোকানী, সুধীজনসহ সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) আসনের সংসদ সদস্য হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

রোববার ৭মে বিকাল পৌনে ৫টায় উপজেলার তিলকপুর ইউনিয়নের বাজারস্ত এলাকায় গণসংযোগকালে সকল শ্রেনী পেশার মানুষের ভালো মন্দ খোজ খবর ও জনগণের সমস্যার কথা শোনেন হুইপ স্বপন।

এছাড়াও জনগণের কিছু দাবী ও সমস্যা সমাধানের জন্য তাৎক্ষণিক সুপারিশ করে দেন এবং সকল ধরনের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

গণসংযোগকালে হুইপ স্বপনের সাথে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোকছেদ আলী মাস্টার, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়নের চেয়ারম্যান আহসান কবির এপ্লব, পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রানা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন লিটন প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর