ইবিতে ডি ইউনিটের স্বতন্ত্র ভর্তি পরীক্ষার উপস্থিতি ৯৪ শতাংশ

আপডেট: June 5, 2023 |
IMG 20230605 183954 750 x 430 pixel 1
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডি ইউনিটের (ধর্মতত্ত্ব) ভর্তি পরীক্ষা স্বতন্ত্র ভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জুন) বেলা ১২টা থেকে শুরু হয়ে  দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার (ভারঃ) এইচ এম আলী হাসান প্রমুখ।

এবছর ডি ইউনিটের চারটি বিভাগে ৩২০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২ হাজার ১৩০জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরমধ্যে উপস্থিত ছিলেন ২ হাজার ১১ জন।

যা মোট পরীক্ষার্থীর ৯৪.৪১ শতাংশ। পরীক্ষা শেষে বিকেলে ডি ইউনিটের সমন্বয়কারীর দায়িত্বে থাকা অধ্যাপক ড. অলী উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, আজ (শনিবার) রাতে অথবা আগামীকালের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

এছাড়া, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে হেল্পডেস্ক, অভিভাবক কর্ণার, সুপেয় পানিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর