মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ জুন সোমবার সকালে মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনাতামূলক সেমিনারটি সদর উপজেলার আছমত আলী খান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাদারীপুর জেলার আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (খাদ্যভোগ ও ভোক্তা অধিকার) এর সদস্য, যুগ্ম সচিব মো. রেজাউল করিম।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, সহকারী কমিশনার ভূমি মাদারীপুর সদর মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।
সেমিনারে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, রেস্টুরেন্টের মালিকগণ উপস্থিত ছিলেন।