সিংগাইরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

আপডেট: June 9, 2023 |
print news

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে রাকিবুল ইসলাম(৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া চকে এ ঘটনা ঘটে।

নিহত-রাকিবুল চাপাইনবাবগঞ্জ জেলার বোলারহাট থানার হাসনোপুর গ্রামের মহসিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর রাকিবুল শুক্রবার সকাল থেকে ওই চকে স্থানীয় শের আলীর ক্ষেতে ধানের চারা রোপন করতে থাকে।

দুপুর ২ টার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার কাছে থাকা মোবাইল সেটটি ফেটে যায়।

এ ব্যাপারে সিংগাইর ​ থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন,লাশ সুরতহাল রিপোর্ট শেষে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

 

Share Now

এই বিভাগের আরও খবর