হজের ফিরতি প্রথম ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে

আপডেট: July 3, 2023 |
inbound6718586731850593767
print news

৩৩৩ জন হাজিকে নিয়ে সৌদি আরব থেকে রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফিরতি হজ ফ্লাইট অবতরণ করেছে।

এ সময় বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট সোমবার ভোর ৬টা ৫ মিনিটে ৪১৯ জন হাজিকে নিয়ে দেশে ফেরার কথা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় তথ্য বলছে, চলতি বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করতে সৌদি আরবে গেছেন। ৩২৫টি ফ্লাইটে তাদের বহন করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর