বগুড়ায় জসিম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদরের কলোনী এলাকার চকলোমানে চাঞ্চল্যকর জসিম উদ্দিন হত্যা মামলার এজহারনামীয় মূল আসামী মোঃ রাব্বি (২২) কে ৪৮ ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-৩ বগুড়া। গ্রেফতারকৃত রাব্বি ওই এলাকার মূত- ইসরাফিলের ছেলে।
সোমবার (১০ জুলাই) দুপুর ১২ টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব-১২ বগুড়া, কোম্পানি কমান্ডার পুলিশ সুপার, মীর মনির হোসেন এব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে র্যাব-১২ জানান,কলোনীর দোতালা মসজিদ মাঠে ফুটবল খেলার সময় জসিম উদ্দিন (৪০) এর পরিবারের একটি বাচ্চা ছেলের গায়ে বল লাগে এবং ছেলেটি নিচে পড়ে যায়।
এ নিয়ে ভিকটিমের পরিবার ও ধৃত আাসমী রাব্বাীর পরিবারের সদস্যরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে ৮ জুলাই রুহুল আমিনের ছেলে জসিম উদ্দিন কে দুপুর আনুমানিক ১২ টার দিকে চক লোকমানস্হ দোতলা মসজিদ মাঠে আমগাছের নিচে পরিবারসহ অবস্থানরত সময় পূর্ব শত্রুতার জের ধরে ধৃত আসামীসহ কয়েকজন মিলে লাঠি সোঠা, চাকু ও দেশীয়
অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিনা মোতসবেক বেআইনী জনতার দলবদ্ধ হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে।
পরবর্তীতে,জসিমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে,গেলে কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উক্ত হত্যা ঘটনায় জসিম উদ্দিনের স্ত্রী বাদি হয়ে ৮ জুলাই বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এই ঘটনায় ১০ জুলাই র্যাব-১২, সিপিসি-৩, বগুড়ার একটি আভিযানিক টিম বগুড়া এলাকায় অভিযান পরিচালনা করে এজহারনামীয় ১ নম্বর আসামী মোঃ রাব্বি (২২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কোম্পানী কমান্ডার পুলিশ সুপার, মীর মনির হোসেন।