ফরিদপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

আপডেট: July 18, 2023 |
inbound8580678869296666870
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: সরকারের পদত্যাগের একদফা দাবীতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচী অনুযায়ী সংগঠনের ফরিদপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগ ও মহানগর শাখার আহবায়ক এ্যাডঃ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা বারোটায় ফরিদপুর শহরের কাঠপট্টি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে হতে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রা টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রাজবাড়ী রাস্তার মোড়স্থ জেলা পরিষদ মার্কেটের সামনে এসে শেষ হলে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহাবুবুল আলম ভূইয়া পিংকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ মোঃ আবু জাফর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জহুরুল ইসলাম শাহজাদা মিয়া, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আবজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, এম টি আখতার টুটুল, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম নান্নু, যুগ্ম আহবায়ক এবি সিদ্দিকী মিতুল, জেলা যুবদলের সভাপতি রাজীব হাসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের আহবায়ক বেনজির আহমেদ তাবরীজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।

এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন পদযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন।

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
তারা বলেন বিএনপি এই সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে আর কোন নির্বাচন করতে দেওয়া হবে না।

Share Now

এই বিভাগের আরও খবর