গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে অবরোধ

আপডেট: July 18, 2023 |
print news

মাছুদ পারভেজ,গাজীপুর প্রতিনিধি : জুন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মিকনীট গার্মেন্টস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

এসময় উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ঈদের পর জুন মাসের বকেয়া বেতন পরিশোধ নিয়ে মালিকপক্ষ টালবাহানা শুরু করে। এক পর্যায়ে মঙ্গলবার সকালে তাদের বকেয়া পাওনা পরিশোধের তারিখ দেয় মালিকপক্ষ।

কিন্তু নির্ধারিত সময়ে বেতন পরিশোধ না করায় বাধ্য হয়ে আন্দোলনে নামেন শ্রমিকরা। এসময় তারা বিক্ষোভ মিছিল করে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

সড়ক অবরোধের কারণে ওই মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়।

মিকনীট গার্মেন্টস লিমিটেড কারখানার এডমিন ম্যানেজার আমিনুল ইসলাম দুলাল বলেন, ঈদের আগেই জুন মাসের বেতন অর্ধেক দেয়া হয়।

মঙ্গলবার শ্রমিকদের জুন মাসের বাকি অর্ধেক বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু সময় মত ব্যাংক থেকে টাকা উঠাতে না পারায় আগামী কাল বেতন দেয়ার কথা বলা হয়। কিন্তু শ্রমিকরা তা শুনে আন্দোলনে নামেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার জাহান বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে।

পরে আগামী কাল বেতন পরিশোধ করার আশ্বাস পেয়ে তারা সড়ক থেকে সরে যায়। উদ্ভূত পরিস্থিতিতে কারখানা মঙ্গলবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর