কুবি অফিসার্স এসোসিয়েশনের ভোটগ্রহণ শুরু


এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৩ এর ভোট গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) পূর্ব নির্ধারত সময় অনুযায়ী সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর রুমে ভোট গ্রহণ চলছে।
ভোট গ্রহণ চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে ভোট দিতে পারছেন বলে জানান ভোটাররা।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মনিরুল আলম বলেন, ‘আনন্দঘন পরিবেশে সুন্দর ভাবে নির্বাচন চলছে। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে তাদের ভোট দিচ্ছে।
কারো মনে কোন শঙ্কা নেই। আশা করি তাদের সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে পারবো।’