ম্যারিকো বাংলাদেশ নিয়ে আসছে ওভার দ্য ওয়াল-সিজন ২

আপডেট: August 26, 2023 |
marico 1
print news

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড দ্বিতীয়বারের মত শুরু করেছে তাদের ফ্ল্যাগশিপ উদ্যোক্তা এবং উদ্ভাবনী পণ্য-ভিত্তিক ক্যাম্পাস প্রতিযোগিতা “ওভার দ্য ওয়াল”। ওভার দ্য ওয়াল এর প্রথম সিজন ২৮০০ জনেরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে একটি বিশাল সাফল্য ছিল। বাংলাদেশে প্রথমবারের মতো, ম্যারিকোর সম্পূর্ণ অর্থায়নে বিদেশে দুই মাস ইন্টার্নশিপের সুযোগ পেয়েছিল সেরা ৩ বিজয়ী দল।

ওভার দ্য ওয়াল-এর প্রতিটি রাউন্ডে প্রতিযোগীদের তাদের উদ্ভাবনী এবং ব্যাবসায়িক দক্ষতা প্রদর্শনের মাধ্যমে অগ্রসর হতে হবে। ধারাবাহিক রাউন্ডে ম্যারিকো নেতৃত্ব দল এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টদের দ্বারা শিক্ষার্থীদের প্রশিক্ষন ও পরামর্শ দেওয়া হবে। গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণকারীরা তাদের যুগান্তকারী ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করবেন ইন্ডাস্ট্রি লিডারদের সামনে।

বিজয়ী দল ম্যারিকো বাংলাদেশের সম্পূর্ণ অর্থায়নে, বিদেশে দুই মাস ইন্টার্নশিপের সুযোগ পাবে। এছাড়াও, শীর্ষ ৩ দল পাচ্ছে মোট ৩,৫০,০০০ টাকার সমপরিমাণ প্রাইজমানি।

যেকোন বিভাগ থেকে ৩য় এবং ৪র্থ বর্ষের স্নাতক শিক্ষার্থীরা ওভার দ্য ওয়াল – সিজন ২-এর জন্য নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন চলছে ৩১শে আগস্ট পর্যন্ত। নিবন্ধন করতে ভিজিট করুন: https://overthewall.maricocareers.com/

Share Now

এই বিভাগের আরও খবর