জয়পুরহাটে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট: August 29, 2023 |
inbound5767238769195600781
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত  হয়েছে।

মঙ্গলবার  বিকেলে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জয়পুরহাট  জেলা কৃষক লীগের  সভাপতি, নারী ও শিশু স্পেশাল পিপি এ্যাড. ফিরোজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জাহিদুল আলম বেনু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জালাল সরকার, সদর উপজেলার সভাপতি  আনোয়ার হোসেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ, জেলা কৃষক লীগের দফতর সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,ক্ষেতলাল উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর