ফরিদপুরের ডাবের দোকানগুলোতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

আপডেট: August 29, 2023 |
inbound6728399674566956846
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: সারাদেশে ডাবের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে নামলে ব্যবসায়ীরা কমিয়ে দেয় পণ্যটির দাম।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর শহরের বিভিন্ন হাসপাতালের সামনে অস্থায়ীভাবে গড়ে ওঠা ডাবের দোকানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ডাব ব্যবসায়ীরা ২০০ টাকার ডাব ১২০ টাকায়, আর ১৫০ টাকার ডাব ১০০ টাকা দরে বিক্রি করে।

অভিযানের খবরে ঢাকা-বরিশাল মহাসড়ক এলাকার কয়েকজন ডাব ব্যবসায়ী রাস্তার পাশে তাদের ভ্যানে থাকা ডাব রেখে কৌশলে পালিয়ে যান।

ডাবের ক্রেতারা জানান, অভিযান না থাকলে একটি ডাব ১৫০ থেকে ২০০ টাকায় কিনতে হয়, অথচ এই ডাবটি তাদের কেনা ৬০ টাকার নিচে।

ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সরকারি পরিচালক সোহেল শেখ বলেন, ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ডাবের চাহিদা বেড়ে গেছে, যে কারণে ডাব ব্যবসায়ীরা অধিক মুনাফার চেষ্টা করছে।

আমরা এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নেমেছি, আমরা চাই একজন ক্রেতা ন্যায্য দামে পণ্যটি ক্রয় করুক।

Share Now

এই বিভাগের আরও খবর