ডিএমপি কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

আপডেট: September 11, 2023 |
inbound2039229009148567259
print news

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে গেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

সোমবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এক সহযোগীকে নিয়ে ডিএমপির সদর দপ্তরে যান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনা ও সাম্প্রতিক পরিস্থিতিতে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করবেন ছাত্রলীগ সভাপতি।

বৈঠকটি পূর্ব নির্ধারিত বলে জানা গেছে। তবে বৈঠকে প্রবেশের আগে ছাত্রলীগ সভাপতি গণমাধ্যমের কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এর আগে শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকে নির্যাতন করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদ।

এ ঘটনার জেরে রোববার (১০ সেপ্টেম্বর) এডিসি হারুনকে এপিবিএনে বদলি করা হয়েছে। অন্যদিকে ঘটনা তদন্তে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি।

Share Now

এই বিভাগের আরও খবর