৪০ তলা ভবনের লিফট ধসে সাত শ্রমিক নিহত

আপডেট: September 11, 2023 |
inbound3200487373119620773
print news

ভারতের মহারাষ্ট্রের থানে এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ৪০ তলা থেকে লিফট ছিঁড়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে প্রতিবেদনে হয়, ঘটনাটি ঘটেছে রোববার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। ৪০ তলা থেকে লিফট ভেঙে পড়ে বেসমেন্টের তৃতীয় তলায়। সঙ্গে সঙ্গে পাঁচ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুই শ্রমিক।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগেই ৪০ তলার ওই বহুতলটি তৈরি হয়েছে। ওই বহুতলের ছাদে বেশ কিছু কাজ বাকি ছিল। সেই কাজ শেষ করেন সাত শ্রমিক। তারপরই লিফট দিয়ে নিচে নামছিলেন তারা। সেই সময়েই ঘটে বিপত্তি।

এক ধাক্কায় মোট ৪৩ তলা নিচে ভেঙে পড়ে লিফট। ভেঙে পড়া লিফটে বন্ধ থাকা অবস্থাতেই পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার পর প্রশ্ন উঠছে লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, গত ২৩ আগস্টই লিফটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছিল। সেখানে কোনও সমস্যা দেখা যায়নি। যদিও কর্তৃপক্ষের এই দাবিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, লিফট ভেঙে পড়ার ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর