জি-২০ সম্মেলন শেষ, নতুন সভাপতি ব্রাজিল

আপডেট: September 11, 2023 |
inbound7763856192951804166
print news

যৌথ ঘোষণাপত্র নিয়ে এবং ব্রাজিলের কাছে সভাপতিত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার জি-২০ শীর্ষ সম্মেলন সমাপ্তির ঘোষণা দিয়েছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, এই মেয়াদে তার দেশ ন্যায়ের বিশ্ব এবং একটি টেকসই পৃথিবী গড়তে কাজ করবে।

প্রধানমন্ত্রী মোদি আগামী নভেম্বরে একটি ভার্চ্যুয়াল বৈঠকের প্রস্তাব দিয়েছেন। কেননা তখনও সভাপতিত্ব ভারতের কাছেই থাকছে।

শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হলেও নেতারা এখনও সাইডলাইনে দ্বিপাক্ষিক আলোচনা করছেন। কেউ কেউ সংবাদমাধ্যমের সঙ্গে বৈঠক করছেন এবং বিবৃতি প্রকাশ করছেন।

ভারত জি-২০ সভাপতিত্ব ব্রাজিলের কাছে হস্তান্তর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে সভাপতিত্বের হাতুড়িটি হস্তান্তর করেন। ব্রাজিল বলছে, ২০২৪ সালে সভাপতিত্বের সময়ে দেশটি দারিদ্র্য, টেকসই উন্নয়ন এবং বিভিন্ন সংগঠনে বৈশ্বিক সুশাসন পুনর্গঠনের ওপর গুরুত্ব দেবে।

শনিবার লুলা বলেন, আগামী বছর রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা হবে না।

পুতিন বালি কিংবা দিল্লি সম্মেলনে অংশ নেননি। তিনি বারবার আন্তর্জাতিক সমাবেশ এড়িয়ে যাচ্ছেন।

২০২৫ সালে দক্ষিণ আফ্রিকা এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্র জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করবে।

শনিবার ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের নেতারা সম্মেলনের সাইডলাইনে সাক্ষাৎ করেন এবং যৌথ বিবৃতি প্রকাশ করেন। দেশ চারটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম হিসেবে জি-২০ এর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর