হত্যা করে ৯ বছর ছদ্মবেশে থেকেও হলো না রক্ষা

আপডেট: September 19, 2023 |
inbound7334043471405397287
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: হত্যাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি এরশাদ’কে ০৯ বছর পর রাজধানীর হাজারীবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে র‍্যাব জানায়, গতকাল সোমবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

হত্যা মামলাসহ মোট ৩টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘ ০৯ (নয়) বছর যাবৎ পলাতক আসামী মোঃ এরশাদ মাতুব্বর (৩৪) কে গ্রেফতার করে।

আসামী মোঃ এরশাদ মাতুব্বর ফরিদপুর জেলার সালথা থানার গৌড়দিয়া গ্রামের নবাব মাতুব্বরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকান্ডের সাথে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, উক্ত হত্যাকান্ডের পর থেকে আসামি এরশাদ আত্মগোপনে চলে যায়।

গ্রেফতারের পূর্বে সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে কখনও রিক্সা, কখনও ভ্যান চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতো।

সর্বশেষ রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন হাজারীবাগ পার্ক এলাকায় ভ্রাম্যমান ভ্যানে করে পেয়ারা বিক্রি করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর