পরীর ডিভোর্স লেটার নিয়ে শরিফুল রাজ যা বললেন

আপডেট: September 20, 2023 |
রাজ
print news

তারকাদের ব্যক্তিগত জীবনের কখনই কিছু আড়ালে থাকে না। তাদের সব কিছুই প্রকাশ্যে আসে। এবার আলোচিত তারকা দম্পতি রাজ-পরীর বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডির্ভোস লেটার পাঠিয়েছেন পরীমণি। এর পর পরই দ্রুত ছড়িয়ে যায় তাদের ডিভোর্সের বিষয়টি। এই তথ্য একাধিক গণমাধ্যমকে নিশ্চিত পরীমণির ঘনিষ্ঠ সূত্র। এবার ডির্ভোস নিয়ে মঙ্গলবার গণমাধ্যমে কথা বলেছে চিত্রনায়ক শরিফুল রাজ।

রাজ বলেন, তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।

এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। একরত্তি সন্তানের কথা ভেবেই হননি আলাদা। এবার আর শেষরক্ষা হলো না। পরী-রাজের দুই পথ দুদিকেই বেঁকে গেল।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমনি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। গত বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে ছেলে রাজ্য। সন্তান জন্মের বছর খানেকের মাথায় ভেঙে গেল রাজ-পরির সংসার।

Share Now

এই বিভাগের আরও খবর