বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প, বলছে জরিপ

আপডেট: September 25, 2023 |
inbound7531890909272455513
print news

ঘনিয়ে আসছে মার্কিন মধ্যবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের দৌড়ে আছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।

আসন্ন নির্বাচনে কার প্রতি জনগণের আগ্রহ এ নিয়ে সংবাদমাধ্যম এবিসি ও ওয়াশিংটন পোস্টের জরিপে দেখা গেছে; বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যা ডেমোক্রেট শিবিরের জন্য অস্বস্তির পূর্ভাবাস।

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গত ১৫-২০ সেপ্টেম্বর ১ হাজার ৬ জন প্রাপ্তবয়স্কের ওপর জরিপটি চালানো হয়। এটি মূলত করা হয়েছে মোবাইল ফোনে।

ফলাফলে দেখা গেছে, বাইডেনের ৪২ শতাংশ ভোটের বিপরীতে ট্রাম্প পেয়েছেন ৫২ শতাংশ। ফলে ১০ পয়েন্টে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন পোস্ট বলছে, গত কয়েক মাসের সমীক্ষার সঙ্গে এই ফলাফলের অনেকটা পাথর্ক্য দেখা যাচ্ছে।

কারণ হিসেবে বলা হচ্ছে, মার্কিন অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং অভিবাসন ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনের ভোটারদের অষন্তোষ বাড়ছে।

জরিপে আরও দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে বাইডেন যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তাতে ৫৬ শতাংশ মানুষ অস্বীকৃতি জানিয়েছে।

একই জরিপে ট্রাম্পের ক্ষেত্রে ৫৮ শতাংশ ভোটরার ইতিবাচক। নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে ৫৯ শতাংশ।

এখানেও বলা হচ্ছে, অভিবাসীদের ঢল ঠেকাতে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নিয়ে অসন্তোষে দেখিয়েছে জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ ভোটার। খবর নিউজউইক

Share Now

এই বিভাগের আরও খবর