এশিয়ান গেমস খেলতে চীন যাচ্ছে বাংলাদেশ কাবাডি দল

আপডেট: September 28, 2023 |
boishakhinews 34
print news

 

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে চীনে শুরু হয়েছে ১৯ তম এশিয়ান গেমস। এবারের গেমসে অংশগ্রহণ করতে আজ বৃহস্পতিবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ কাবাডি দল (পুরুষ ও নারী)। চীনের জিয়াওশান গুয়ালি স্পোর্টস সেন্টারে আগামী ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে কাবাডি প্রতিযোগিতা।

গতকাল বুধবার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে কাবাডি দলের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

এ সময় তিনি বলেন, ‘কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। আমরা বাংলাদেশের পতাকা বহন করব। শৃঙ্খলার মধ্যে থেকে টিম ওয়ার্কের মাধ্যমে আমরা মেডেলের জন্যই লড়াই করব। এশিয়ান গেমসে আমাদের মেডেল পুনরুদ্ধার করতে চাই।

কাবাডি ফেডারেশনের সভাপতি বলেন, ‘কাবাডির প্রতি মানুষের অন্য রকম একটা ভালোবাসা আছে। বাংলাদেশের আনাচে-কানাচে যে খেলা ছড়িয়ে আছে তা কাবাডি। দেশের সব থেকে জনপ্রিয় খেলাও এই কাবাডি। আমরা ফের এশিয়ান গেমসে মেডেল জিতে কাবাডির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।

Share Now

এই বিভাগের আরও খবর