শিক্ষার মূল উদ্দেশ্য একটাই, তাহলো মানুষ হওয়া : আ আ ম স আরেফিন সিদ্দিক

আপডেট: September 30, 2023 |
inbound834196401565057566
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে চিন্তা তা ছিল যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ার।

এজন্য তিনি বুঝেছিলেন কাজটি শুরু করতে হবে নবীন প্রজন্ম থেকে। এজন্য তিনি প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং অবৈতনিক করলেন।

সকল প্রাথমিক শিক্ষা করলেন একমুখী। এজন্য তিনি সকল প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায়
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিলা কলেজে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও শেখ হাসিনা উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা হবে একমুখী। কেউ ইংলিশ মিডিয়ামে, কেউ কেজি স্কুলে, কেউ প্রাথমিক বিদ্যালয়ে পড়বে তা হবে না।

শিক্ষার মূল উদ্দেশ্য একটিই- তাহলো মানুষ হওয়া। কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজীতিবিদ বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ছিলো এটিই, যা রবীন্দ্রনাথের সাথে পুরোপুরি মিলে যায়।

তিনি আরও বলেন, আমাদের দেশে বিভাজিত শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। এদিকে নজর দিতে হবে। দেশে বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম, মাদ্রাসার পৃথক কারিকুলাম আছে। কিন্তু এখানে একটি কমন কারিকুলাম দরকার।

শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি বলেন, আমার বাসা ঢাকাএ ধানমন্ডি থেকে রওনা দিয়ে বোয়ালমারীতে এসেছি মাত্র সোয়া ঘন্টায়।

এটা সম্ভব হয়েছে পদ্মা সেতুর জন্য, সম্ভব হয়েছে শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক এমপি আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ), পুলিশ সুপার মো. শাহজাহান (পিপিএম), বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন, থানার ওসি মুহম্মদ আব্দুল ওহাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সদস্য আকরামুজ্জামান মৃধা রুকু।

আলোচনাসভায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর