মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ‌মোহাম্মদ মুইজু

আপডেট: October 1, 2023 |
inbound8714139052699081171
print news

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাজধানী মালের মেয়র মোহামেদ মুইজ্জু। দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফলে তাকে জয়ী ঘোষণা করা হলো।

দেশটির বিরোধী দল প্রগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) নেতৃত্বাধীন জোটের প্রার্থী মুইজ্জু পেয়েছেন ৫৩ শতাংশ ভোট। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। স্থানীয় গণমাধ্যমের বরাতে এতথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে আরও বলা হয়, দ্বিতীয় দফার নির্বাচনে দুই লাখ ৮২ হাজার ৮০৪ জনের ভোট দেওয়ার কথা ছিল। তবে নির্বাচনে ভোট দানের হার ছিল ৮৬ শতাংশ, যা প্রথম দফার ৭৯ শতাংশের চেয়ে বেশি। প্রাথমিক ফলাফলে মোহাম্মদ মুইজু ৫৩ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়া সরকার সমর্থিত এমডিপির বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ (৬১) ভোট পেয়েছেন ৪৬ শতাংশ। মোহাম্মদ মুইজুর চেয়ে সাত শতাংশ পিছিয়ে আছেন তিনি।

৩৯ বছর বয়সী মুইজুর রাজনৈতিক দল পিপিএম নেতৃত্বাধীন জোট ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। এসময় চীনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিল মালদ্বীপ। ওই সময় চীনের রোড অ্যান্ড বেল্ট ইনেশিয়েটিভে যোগ দিয়েছিল দেশটি এবং বড় অবকাঠামো নির্মাণের জন্য বেইজিংয়ের কাছ থেকে বিপুল ঋণ আদায় করে নেয়।

২০১৮ সালে সবশেষ নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট হয়েছিলেন ইব্রাহিম মোহামেদ সোলিহ। তাকে ‘ভারতপন্থি’ হিসেবে বিবেচনা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর