সিংগাইরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন


সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে কৈশোরকালীন স্বাস্থ্যসেবা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস(এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা ডা. তাসনুভা মারিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান শিশির, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাঃ আনোয়ারা খাতুন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান, প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, পরিসংখ্যানবিদ রহুল আমীন ও ইপিআই ভারপ্রাপ্ত টেকনিশিয়ান মো. ইমদাদুল হক প্রমুখ।
এইচপিভি টিকাদান প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা ডা. তাসনুভা মারিয়া বলেন, ৫ম থেকে ৯ম শ্রেনীর ছাত্রী ১৫ হাজার ৪৬৭ জন কিশোরীকে এইচপিভি টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।