ফিফা র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ

আপডেট: October 26, 2023 |
boishakhinews 63
print news

বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বে দারুণ খেলেছিল বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে মালেতে ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে ঘরের মাঠে ২-১ গোলে জয় পায়। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের দারুণ জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় জামাল-সাদরা।

এই পারফরম্যান্সের প্রভাব পড়লো ফিফা র‌্যাংকিংয়েও। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ছয়ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৯ থেকে তারা উঠে এসেছে ১৮৩তম স্থানে।

সেপ্টেম্বরে বাংলাদেশের মোট পয়েন্ট ছিল ৮৯৪.২৩। বর্তমানে সেটা বেড়ে হয়েছে ৯১৩.০২। অন্যদিকে মালদ্বীপের গেল মাসে মোট পয়েন্ট ছিল ১০২১.৮৫। সেটা কমে হয়েছে ১০০৩.৪৮।

ভারত আছে র‌্যাংকিংয়ে ১০২তম অবস্থানে। এশিয়ার মধ্যে শীর্ষে আছে জাপান। তাদের র‌্যাংকিং ১৮।

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ যেসব প্রতিপক্ষের বিপক্ষে খেলবে তার মধ্যে অস্ট্রেলিয়া আছে ২৭তম অবস্থানে। ফিলিস্তিন আছে ৯৬তম অবস্থানে। আর লেবানন আছে ১০৪তম অবস্থানে।

 

Share Now

এই বিভাগের আরও খবর