পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট: November 7, 2023 |
inbound7733387807857524301
print news

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে সংঘর্ষের মধ্যে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার ক‌রে‌ছে ডিএম‌পির সি‌টি‌টি‌সি ইউ‌নিট।

তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার আসামির নাম জানা যায়নি পুলিশ।

সোমবার রা‌তে ডিএম‌পির মি‌ডিয়া সেল থে‌কে পাঠা‌নো ক্ষু‌দে বার্তায় গ্রেপ্তা‌রের তথ‌্য জা‌নি‌য়ে বলা হয়, মঙ্গলবার (৭ নভেম্বর) দুপু‌রে এ বিষ‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে বিস্তা‌রিত জানাবেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

Share Now

এই বিভাগের আরও খবর