মোহাম্মদপুরে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায় গ্রেফতার ৬

আপডেট: November 14, 2023 |
inbound1699059739643998113
print news

গত ১২ নভেম্বর (রোববার) রাতে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে প্রত্যয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন- মো. জাবেদ (৩২), মুন্না (২৬), মো. তারেক (২৭), মো. রাব্বি (২৬), ওসমান গনি (১৮) ও মো. হারুন-অর-রশিদ (৪২)।

সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব-২ এর একটি দল।

মঙ্গলবার দুপুরে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় প্রত্যয় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

এ ঘটনায় ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ছয়জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের শিকার বাসটি গাবতলী থেকে বাবুবাজার রুটে চলাচল করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর