লালমনিরহাট-১ আসনে আ.লীগের বিরোধীদল আ.লীগ

আপডেট: November 19, 2023 |
inbound28646954184787520
print news

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি :
বাংলাদেশের উত্তরের সিমান্তবর্তী জেলা লালমনিরহাট। ১৬ লালমনিরহাট-১ সংসদীয় ৩টি আসন নিয়ে গঠিত।

৩টির মধ্যে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলা নিয়ে লালমনিরহাট-১ আসন।

এই আসনে হাতীবান্ধায় ১২ টি ইউনিয়ন এবং পাটগ্রামে ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। লালমনিরহাট- ১ আসনে মোট জনসংখ্যা  ৩,৭৬১১৮ জন।

পুরুষ ভোটার ১,৮৮,৬৬২ ও মহিলা ভোটার ১,৮৭,৪৫৫ জন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশী, নেতাকর্মী, অনুসারী ও সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফশিল ঘোষণা হওয়ার পর অন্য কোন রাজনৈতিক দলের নির্বাচনী প্রতিক্রিয়া দেখা না গেলেও হাতীবান্ধা-পাটগ্রাম আসনে আওয়ামী লীগ থেকে ১৮ নভেম্বর পযন্ত চার জন মনোনয়ন পত্র ক্রয় করেছেন।

চার জনের মধ্যে বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান ও পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ সরোয়ার হায়াত খানের নাম জানা গেছে।

লালমনিরহাট ১ আসনে সব দলের নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। বিভিন্ন দলের নেতাকর্মীদের বেড়েছে দৌড়ঝাপ।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে লালমনিরহাট ১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রচার প্রচারণা ও দৌড়ঝাপ থাকলেও নীরব ভূমিকায় রয়েছে জাতীয় পার্টির প্রার্থীরা।

তবে এই আসনে মাঝেমধ্যেই বিভিন্ন প্রোগ্রাম নিয়ে মাঠে উপস্থিত হয় বিএনপি দুই মনোনয়ন প্রত্যাশী । এছাড়াও বিএনপি ও জামায়াতের অনেক নেতাকর্মী বিভিন্ন মামলায় রয়েছেন পলাতক।

হাতীবান্ধা ও পাটগ্রাম এ দুই উপজেলা মিলেই লালমনিরহাট ১ আসন। এই আসনে লাগাতার চার বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

ভৌগলিক ভাবেই আসনটির গুরুত্ব রয়েছে অনেক। এখানে দেশের অন্যতম বুড়িমারী স্থলবন্দর অবস্থিত। এছাড়াও এই আসনের পাটগ্রাম উপজেলায় রয়েছে তিনবিঘা করিডোর। তিনবিঘা করিডোরের কারনে পাটগ্রাম উপজেলা দেশব্যাপী ব্যাপক পরিচিত।

এদিকে হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের  বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ও ৬১ ব্যাটলিয়নের সদর দপ্তর অবস্থিত। তিস্তা ব্যারেজ,অবসরসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এই উপজেলায়।

ফলে জনবহুল এ আসনের গুরুত্ব অনেক বেশি। এ আসনে লাগাতার চার বারের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি। এবারেও তিনি মনোনয়ন প্রত্যাশী।

টানা চারবার ক্ষমতায় থাকায় নিজ নির্বাচনী এলাকায় তিনি নিজের শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছেন। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভায় তিনি নিজের মতো করে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের মজবুত কমিটি গড়ে তুলেছেন।

এ আসনে তিনি ব্যাপক উন্নয়ন করেছেন। স্কুল কলেজ মাদ্রাসাসহ রাস্তা পাকাকরন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য অগ্রনী ভুমিকা পালন করে আসছেন তিনি।

এছাড়াও আরো তিনজন আওয়ামী লীগের  মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছেন। এর মধ্যে কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ -কমিটির সদস্য সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মকবুল হোসেন এবং পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।

এর মধ্যে আতাউর রহমান প্রধান গত তিনমাস থেকে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়নে আওয়ামী লীগের উন্নয়ন প্রচার ও প্রচারনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

অপর এক নেতা মকবুল হোসেন হাতীবান্ধা ও পাটগ্রামের বিভিন্ন এলাকায় মনোনয়ন প্রত্যাশীর পোস্টার লাগালেও মাঠ পর্যায়ে তার কোন  উপস্থিতি লক্ষ করা যায়নি। রুহুল আমিন বাবুল এর আগেও মনোনয়ন চেয়েছিলেন পাননি এবারেও তিনি মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এ আসনে মনোনয়ন প্রত্যাশি হলেও রয়েছেন নিরব ভুমিকায়। এ এলাকায় তার প্রচার প্রচারণা তেমন দেখা যায় না।

অপর দিকে বিএনপি নেতা ও সাবেক এমপি জয়নুল আবেদীন সরকারের পুত্র সায়েদুজ্জামান কোয়েল এই এলাকায় বিভিন্ন প্রোগ্রামে সরব থাকলেও বিএনপি’র এখন কোন পদে নেই তিনি। তবে স্থানীয়ভাবে তার রয়েছে বিশাল ভোট ব্যাংক।

জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল কখনো নীরব আর কখনো সরব। তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ন মহাসচিব।

জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। তিনি বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করে চলেছেন দীর্ঘদিন ধরে তবে তিনি আন্দোলনে নেই।

Share Now

এই বিভাগের আরও খবর