জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

আপডেট: December 10, 2023 |
Boishakhinews24 7
print news

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে দলটি। বিএনপির এই কর্মসূচি ঘিরে প্রেসক্লাব চারপাশে কঠোর নিরাপত্তারবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

এ দিন কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আসতে থাকেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল পৌনে ১০টা থেকে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন।

এ সময় নেতা-কর্মীদের ‘মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, জেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, অবৈধ নির্বাচন, মানি না মানবো না-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে, বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেস ক্লাব এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

জল কামান এবং এপিসিও রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত আছেন।

Share Now

এই বিভাগের আরও খবর